গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সাবেক সেনা সদস্য ফেসবুকে নিজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর পোস্টের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে এঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আইনগত সহায়তায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার সন্ধায় স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে উপজেলার ষোলহাসিয়া গ্রামের মোঃ খোরশেদ আলম (৫৫) এইসব বক্তব্য তুলে ধরেন। তিনি গত ১৮ মার্চ গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন (জিডি নং- ৭০৭) একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণবিহীন কুরুচিপূর্ণ মন্তব্য, অশালীন ও ভিত্তিহীন কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
গত ১৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার এক প্রতিবেশী ইমরান বিষয়টি তাকে জানান। ওই ফেসবুক আইডি থেকে করা পোস্টের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তার সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন।
এছাড়াও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
এসব কারণে একটি বিশেষ মহল এই অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট ও বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও,ময়মনসিংহ।