গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শেখ হাসিনার ফাঁসি ও তার দোসরদের দ্রুত বিচারের দাবিতে উপজেলা, পৌর বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গফরগাঁও প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমান এর নির্দেশনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গফরগাঁও পৌরশাখা যুবদলের সভাপতি মো: ছাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌরশাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা যুবদলের সদস্য মহসীন, জেলা যুবদলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক বুলবুল সরকার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আতিকুল ইসলাম রনি,যুগ্ন সাধারণ সম্পাদক খোকন মিয়া, পৌরশাখা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম পাপ্পু,উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, পৌর শাখা শ্রমিক দলের আহবায়ক আল আমিন জনি, সাবেক পৌর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতী দলের আহবায়ক রমজান মোল্লা প্রমুখ।