ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষগফরগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু 

গফরগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসার তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে মোশারফ হোসেন খান মাসুদ (৪৫) নামে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন কলেজ রোড  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মোশাররফ হোসেন খান মাসুদ উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাও গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার শরীরচর্চা শিক্ষক ছিলেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কাজল ভিলা নিজ বাসার তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক মাসুদ। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মারা যান তিনি।
 
গফরগাঁও থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এর ভিত্তিতে পরবর্তী  আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular