গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় একটি চক্র বিক্রি করছিল। এতে পরিবেশ ও নদীপ্রবাহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় শরীফুল ইসলাম নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে পাগলা থানা পুলিশ এবং গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন,ব্রহ্মপুত্র নদের বালি অবৈধভাবে উত্তোলন ও বিক্রি একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমরা এ অভিযান পরিচালনা করেছি।