গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে গরীব অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ দ: জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমান।
শুক্রবার (১০ জানুয়ারি ) পৌরশহরের ষোলহাসিয়া গ্রামে এবং গতকাল বৃহস্পতিবারে সালটিয়া ইউনিয়নের জন্মেজয়ের দুই জায়গায় পৌরশহরের জামতলা মোড়ে ছিন্নমুল মানুষের কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে মো. মুশফিকুর রহমান বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কিছু শীতবস্ত্র(কম্বল) উপহার নিয়ে হাজির হয়েছি। এগুলো উপহার হিসেবে গ্রহণ করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য দোআ করবেন এবং আমাদের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ লন্ডন চিকিৎসাধীন আছেন উনার জন্য দোআ করবেন। গণআন্দোলন নিহত ও আহতদের জন্য দোআ করবেন।
এসময় গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।