ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগফরগাঁওয়ে স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

গফরগাঁওয়ে স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দত্তেরবাজার ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলার পাগলা সাহেব আলী একাডেমী উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ও শাহনেওয়াজ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক এ্যাডভোকেট আল ফাতাহ্ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো: জাকারিয়া শরিফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ন আহ্বায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা কৃষক দলের আহবায়ক মো: দীন ইসলাম দিলি, সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: সাদির বেপারী, পাগলা থানা তাঁতিদলের সদস্য সচিব মো: মনির দপ্তরি,পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: বিপুল মিয়া, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ প্রমূখ।

সভাশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular