গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বিবার্ষিক শাখা সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় স্থানীয় একটি স্কুলের হলরুমে দ্বিবার্ষিক এই সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী ময়মনসিংহ জেলা সংসদের সহ-সভাপতি সারওয়ার কামাল রবিন।
গফরগাঁও শাখার ৭ম সম্মেলনে গোলাম মোহাম্মদ ফারুকী’র সভাপতিত্বে এবং রোবেল মাহমুদের সঞ্চালনায় প্রথম পর্বের অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন,চারুশিল্পী লুৎফুর রহমান আরজু,গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ,সঙ্গীতজ্ঞ রামনাথ ঠাকুর ।
দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে গোলাম মোহাম্মদ ফারুকীকে সভাপতি এবং রোবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সন্মেলনে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন রোবেল মাহমুদ।