গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মাইনউদ্দিন কমিউনিটি সেন্টারে গফরগাঁও হেল্পলাইন এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও হেল্পলাইনের সভাপতি ফখরুল ইসলাম রিফাত।
উদ্যোক্তারা জানান, পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গফরগাঁও হেল্পলাইনের এই আয়োজন। নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আকৃষ্ট করাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও উলামা সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রোবেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী, গফরগাঁও হেল্পলাইনের উপদেষ্টা এবাদত হোসেন মানিক,গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য আকরাম হোসেন তাহসিন এবং গফরগাঁও রেলওয়ে প্ল্যাটফর্ম জামে মসজিদের খতিব মুফতি ইমরান হোসাইন আজাদ।
প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।