ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগাইবান্ধা ও সাদুল্লাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত

গাইবান্ধা ও সাদুল্লাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত

মুনির হাসান, গাইবান্ধা প্রতিনিধ : গাইবান্ধায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জেলার প্রাণকেন্দ্র স্বাধীনতা প্রাঙ্গণে সরকারি নিয়ম অনুযায়ী ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির শুরু হয়। একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলিও অর্পন করা হয়। পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও শহরের বেশ কিছু বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল সাড়ে ৯টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সে সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।সকাল সোয়া ১০টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল ১১টায় ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়া বাংলাদেশের মানুষের শান্তি সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে।বিকালে তাজ সিনেমা হলে স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ইফতারের সময় হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, সন্ধ্যার পর পৌর শহিদ মিনার চত্বরে স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শনীর জন্য বড় পদ্দায় জাকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নানা কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় বেশ উৎফুল্লভাবে এবারের দিবসটি পালিত হয়েছে।

এছাড়াও জেলার ৭টি উপজেলায় পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, থানার পুলিশ কর্মকর্তা (ওসি), উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যক্তি, প্রতিষ্ঠান গুলোকেও উপস্থিত থেকে দিবসটি পালনে স্বতস্ফুত অংশ গ্রহণ দেখা গেছে।

মহান ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাতেও বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। যথারীতি দিবসটির শুভ সুচনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের উপস্থিতিতে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানা কর্মসূচির আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

দুপুরে কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের আয়োজন শেষে তাদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সহ থানার কর্মকর্তা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে থাকা কর্মকর্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular