ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগাছ কাটাকে কেন্দ্র করে বসবাড়িতে হামলা

গাছ কাটাকে কেন্দ্র করে বসবাড়িতে হামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে বসতবাড়িতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উপজেলার নিশিন্দা গ্রামের নারায়নের স্ত্রী শ্রীনতা (৪৩) বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিশিন্দা গ্রামের মৃত শ্রী আবু সরকারের ছেলে সুভাষ চন্দ্র সরকার (৬০), মৃত নগেন্দ্র চন্দ্র সরকারের ছেলে কমল সরকার (৫৫), অনিল সরকার (৫২), সুভাষ চন্দ্র সরকারের ছেলে সুচরন সরকার (২৮), মৃত পাল্লা সরকারের ছেলে জ্যোতিষ চন্দ্র সরকার (৬৫), জ্যোতিষ চন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ সরকার (৪৫)দের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা মোকাদ্দমা নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কথা-কাটাকাটিসহ বিভিন্ন ঝামেলা চলছিলো।

গত বুধবার গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে খুন, জখম করার উদ্দেশ্যে দা, লাঠি, লোহার রড, শাবল, ডেগারসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বসতবাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শ্রীনতা সহ তার স্বামী নারায়ন (৫০), ভাসুর বিমল (৫৮), জা দূর্গা রানী সরকার (৫০) ও ভাতিজী বীনা রানী সরকার (৩০) কে এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে।

ঐসময় সুভাষ চন্দ্র সরকারের হুকুমে সুচরন সরকার তার হাতে থাকা শাবল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার স্বামী নারায়ন এর মাথায় স্বজোরে আঘাত করে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। তখন ডাক চিৎকারে আশপাশের প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে বিবাদীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র উঁচু করে প্রকাশ্যে খুন, জখমের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। শ্রীনতা, তার জা দূর্গা রানী সরকার ও ভাতিজী বীনা রানী সরকারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং তার স্বামী ও ভাসুরকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যান। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভাসুর বিমলকে হাসপাতালে ভর্তি করান এবং তার স্বামী নারায়নকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে নারায়ন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগের বাদী শ্রীনতা জানান, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। আমাদের বিভিন্ন ভাবে অত্যাচার করে।আমরা অসহায় হয়ে পড়েছি। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সুচরন সরকার জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। একাধিক মামলাও রয়েছে। মামলা চলমান জায়গা থেকে তারা গাছ কাটছে শুনে আমরা গেলে তারা প্রথমে আমাদের আঘাত করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular