নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর আগ্রাসনে প্রায় পাঁচ লাখ মানুষ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গতকাল বুধবার (১৬ এপ্রিল) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
এদিকে গাজার স্বাস্থ্য বিষয়ক সূত্র জানায়, বুধবার সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল কর্তৃক লঙ্ঘিত হওয়ার পর থেকেই এই ব্যাপক সংখ্যক বাস্তুচ্যুতি ঘটেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ ঘোষণা করেছেন, তাদের দেশ একটি ‘স্পষ্ট নীতি’ অনুসরণ করছে। এই নীতির মূল উদ্দেশ্য হলো হামাসকে চাপে রাখতে গাজায় সব প্রকার মানবিক সাহায্য প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রাখা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েল গত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো প্রকার ত্রাণসামগ্রী প্রবেশ করতে দেয়নি, যা দেশটির পক্ষ থেকে আরোপিত দীর্ঘতম অবরোধের একটি।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মাস ধরে চলমান এই সংঘাতে নারী ও শিশুসহ মোট ৫১ হাজার ২৫ জন গাজাবাসী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।
ঢাকা নিউজ/এস