ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকগাজায় হামলা চলবে: ইসরাইল

গাজায় হামলা চলবে: ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছে ইসরাইল।যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মিদের তালিকা না দেয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হয়নি।

ইসরাইলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করতে পারছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলেছে, কারিগরি কারণে তাদের তালকা সরবরাহে বিলম্ব হচ্ছে।

আইডিএফ মুখপাত্র বলেন, স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না। যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেয়া হবে, ততক্ষণ এটি কার্যকর করা হবে না।’

হামাস ও ইসরাইলের মধ্যকার চুক্তি অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকেও শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত ১ লাখ ১০ হাজার ৭২৫ জন। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular