ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকগাজার ‘বিস্তৃত এলাকা’ দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের

গাজার ‘বিস্তৃত এলাকা’ দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন । বুধবার (২ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেছেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। বুধবার (২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে কার্টজ বলেন, ‘যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে নেয়া হবে। এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেয়ার।

ইতিমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরাইল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে।

একই সময়ে, ইসরাইলি নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেয়ার পরিকল্পনা করছেন। যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছিলেন।

মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির দুই মাস শান্ত থাকার পর চলতি মাসে ইসরাইল আবার গাজায় বিমান হামলা শুরু করে এবং স্থল সেনা পাঠায়।

যুদ্ধ শেষ করতে আলোচনা আবার শুরু করার জন্য কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের নেতৃত্বে প্রচেষ্টা এখনও পর্যন্ত কোনো অগ্রগতি করতে পারেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাকি ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য সামরিক চাপ প্রয়োগই সর্বোত্তম উপায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular