স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায় ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড নামে একটি ওষুধ তৈরির কারখানায় এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান।
দগ্ধরা হলেন- কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার প্রয়াত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) এবং আরমান হোসেন (২২)। তবে আরমানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলেন, কারখানার ওই চার শ্রমিক নামাজ পড়তে ওজু করতে যান। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মডার্ন ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, গাজীপুরের ঘটনায় দগ্ধ চারজনকে সন্ধ্যার পর বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসাধীন, একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের একজনের শরীরের ৩২ শতাংশ, আরেকজনের শরীরের ১৭ শতাংশ পুড়েছে। বাকি একজনের দগ্ধ কতটা তা আমার পর্যবেক্ষণ করছি।