ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডগাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা, রাজপথে শিক্ষার্থীরা

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা, রাজপথে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : গাজীপুরে আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি জড়িতদের দ্রুত বিচার দাবিতে এ কর্মসূচির ডাক দেয়।

বিচার দাবিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্লোগান নিয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সকাল থেকেই গাজীপুরে রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এ সময় হামলার বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে জবাব চান ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা ডিসি অফিসের সামনে কর্মসূচি পালন করছি। আমাদের দাবি খুব স্পষ্ট, গতকাল আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ছাত্র-জনতার ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। গাজীপুরে আওয়ামী লীগের যত অবৈধ সম্পদ আছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে।

আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়ে হামলায় জড়িতদের ধরতে আলটিমেটাম দিয়েছেন ছাত্র-জনতা। তারা বলছেন, রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। না হলে তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন তারা।

এর আগে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে শুক্রবার রাত সাড়ে ১০টায় মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলছে বলে ছাত্রদের কাছে সহযোগিতা চাওয়া হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২৫ থেকে ৩০ জন ছাত্র-জনতাকে ওই বাড়িতে ডেকে নেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

শিক্ষার্থীরা বলেন, কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ‘ডাকাতি হচ্ছে’ ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। মুখে মাস্ক পরে, ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যান হামলাকারীরা। এতে আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় নেয়া হয় ঢাকা মেডিকেলে।

পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular