গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির পাশে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তাজবির হোসেন শিহান (২৬) উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভীর হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভোরে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে।
শিহান দৌড়ে হানিফ স্পিনিং মিলের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওসি আরও বলেন, পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।