ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গাজীপুরে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।’

এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা বলেন, মোজাম্মেলের বাড়িতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular