ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গুম ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চায় হিউম্যান রাইটস ওয়াচ

গুম ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চায় হিউম্যান রাইটস ওয়াচ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বুধবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এসময় তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন-বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয়, সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

গত ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular