ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগোপালগঞ্জগোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: “সকল দেশ দেখা শেষ, এবার হবে জামায়াত ইসলামীর বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কুরআনের বাংলাদেশ”। এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা পরবর্তী প্রকশ্যে গোপালগঞ্জে সভা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ শাখা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে চড়ে শতাধিক নেতা-কর্মী জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ করে।

এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা ও তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কুরআনের দাওয়াত দেয়ার জন্য আল্লাহর কুরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াত ইসলাম শরিক হয়েছে। এ পথসভায় বক্তব্য রাখেন জেলা শাখার আমীর অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনে জন্য মনোনীত প্রার্থী অ্যাড. আজমল হোসাইন সরদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular