ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধগোপালগঞ্জে বর্বর হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না: প্রেস উইং

গোপালগঞ্জে বর্বর হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না: প্রেস উইং

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা অমার্জনীয়।

বিবৃতিতে বলা হয়েছে, এনসিপির সদস্য, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই জঘন্য হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্যদের দ্বারা। এতে জড়িতদের কেউ শাস্তির বাইরে থাকবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তী সরকার এটি স্পষ্ট করতে চায় যে, দেশে কোন ধরনের সহিংসতার স্থান নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular