ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশগৌরীপুরে বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক হাবিব উল্লাহকে বিদায় সংবর্ধনা

গৌরীপুরে বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক হাবিব উল্লাহকে বিদায় সংবর্ধনা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। শনিবার (৪ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী এই বিদায় সংবর্ধনা প্রদান করেন। আয়োজকরা ছাদখোলা গাড়িতে ফুলের পাপড়ি ছিটিয়ে ছিটিয়ে বাড়ি পৌঁছে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল্লাহ মমতাজি। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল কামাল আব্দুল ওয়াহাব ও মো. মোফাজ্জল হোসাইন। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তালুকদার, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, খলতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর, লংকাখোলার প্রধান শিক্ষক মোকতাদির বিল্লাহ, সতিষার প্রধান শিক্ষক সাঈদা ইয়াসমিন, শেখ লেবুর প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, এ.এ জলিলের প্রধান শিক্ষক মফিজুর রহমান, অচিন্তপুরের প্রধান শিক্ষক মো. এনামুল হক, বালুয়াপাড়ার প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম, খালিজুড়ির প্রধান শিক্ষক কনিকা বিশ^াস, খান্দারের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, ঘোষপাড়ার প্রধান শিক্ষক সালমা আক্তার, চড়াকোনার প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, শালিহর মধুসুদনের প্রধান শিক্ষক মনিজা শওকত আরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতা বেগম, খালেদা আক্তার, শাহিদা আক্তার, মোছা. হেলেনা খাতুন, নাজমা আক্তার, হাবিবুর রহমান প্রমুখ।

হবিগঞ্জ জেলার বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯০সনের ৩জুন যোগদান করেন। এরপরে ২০০৭সনে নিজ জেলা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের সহনাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মজীবনের ৩৪বছর ৬মাস ২৭দিন শেষ করে ৩০ডিসেম্বর কর্মজীবন শেষ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular