গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে সাইটসেভার্সের অর্থায়নে শনিবার (১৪ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে হিজড়া সম্প্রদায়, সুইপার, প্রতিবন্ধী ও দারিদ্রপীড়ি ও বঞ্চিত মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ইসলামাবাদ ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ২২৫জনকে বিনামূল্যে চিকিৎসাপত্র-ওষুধ, ৯০জনকে বিনামূল্যে চশমা প্রদান ও ১৩জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মোকছেদুর রহমান জুয়েল। চোখের প্রাথমিক স্বাস্থ্য ও সুচিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনোভা।
বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আনোয়ার হোসেন, এনএম মনিরুজ্জামান, অনিক হাসান, হিজড়াদের সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি পিংকী সরকার প্রমুখ।