গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা পশ্চিমপাড়া গ্রামে নেত্রকোনা সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ২৮কেজি গাঁজা উদ্ধার করে এবং ২জনকে আটক করে। আটককৃতরা হলেন আসিয়া খাতুন ও চাঁন মিয়া।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মইলাকান্দা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায় এবং আসিয়া খাতুনের ঘর থেকে ২৮কেজি গাঁজা উদ্ধার করে। এসময় আসিয়া খাতুন ও পরে চাঁন মিয়া নামে আরো একজনকে আটক করা হয়। তাদেরকে নেত্রকোণা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। এবং মাদকের সাথে জড়িত অন্যদেরকেও আটক করা হবে ।