গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
রবিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মো. শাকিল আহমেদ এর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, মো. গিয়াস উদ্দিন, তোফাজ্জল হোসেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান মাস্টার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক শেখ মো: বিপ্লব, সাংবাদিক মো. রইছ উদ্দিন প্রমুখ।