নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উপদেষ্টা রবিন সাইফ, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মাহাবুব মোর্শেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।