ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ আগস্ট ‘যে যেখানে থাকি, স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা’ এই প্রত্যয় নিয়ে পারস্পরিক-সামাজিক ও বিদ্যালয়ের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালনা পর্ষদ গঠন করেছিল শিক্ষার্থীরা।

সভায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলম সাইফুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোকাররম হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মহসীন আলী, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী। সভার শুরুতে বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, একতা ও ঐক্যবদ্ধতা ব্যতীত কোন উন্নতি সাধন হয়না। তথ্য প্রযুুক্তির যুগে আমরা একত্রিত হওয়ার পরিবর্তে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। নিজ এলাকা, সমাজ, দেশ, রাষ্ট্র এবং সর্বোপরি প্রাণের বিদ্যালয়টির প্রতি আমরা দায়বদ্ধ। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজকল্যান, জ্ঞানের বিকাশ ও স্থানীয় উন্নয়নে কর্মকান্ড পরিচালনা করবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ, কর্মশালা, প্রদর্শনী, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয় ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়। প্রায় শতবর্ষী এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। প্রানের টানে মিলিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে গত ১৪ এপ্রিল পুর্নমিলনী অনুুষ্ঠান করা হয়। পরবর্তীতে গত ১২ আগস্ট গঠিত হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular