বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণদের উদ্যোগে সংগঠিতভাবে গড়ে উঠা মানবিক সংগঠন জি ভি ফাউন্ডেশন। সমাজে পিছিয়ে পড়া মানুষের আত্মসেবায় সংগঠনটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজে নানান মানবিক কর্মকান্ডে জি ভি ফাউন্ডেশন এখন চট্টগ্রামের অসহায়দের বন্ধু। জি ভি ফাউন্ডেশনকে কেন্দ্র করে হাছিবুল হোসেন ভূঁইয়া, মাহমুদুর রহমান জিহাদ, ইসতেখার হোসেন ইমন, আশরাফুল নাবিল, শোয়েব আখতার আলিফ, সাইমন দে রাজ ফারহান জামিল আননসহ উদয়মান তরুণদের উদ্যোগে রমজান মাসে চলছে মাস ব্যাপি কর্মসূচি।
শতাধিক অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং মধ্যবিত্ত পরিবারে মাঝে এক কলে প্রজেক্টের মাধ্যমে গোপনে মাসিকবাজার সদায় বিতারণ করা হয়।
জি ভি ফাউন্ডেশন দীর্ঘ পাঁচ বছর ধরে সমাজে মানবিক সেবায় করে আসছে এবং সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে জি ভি ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট চলমান রয়েছে। তরুণদের হাত ধরে সমাজে অসহায় মানুষেরা স্বাবলম্বী হয়ে উঠবে এমনটা প্রত্যাশা সবার।