রিয়াদ উর রহমান,চট্টগ্রাম।
মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ,এতিম এবং অসহায় হাফেজি ছাত্রদের এবং অত্র এলাকার ২০ জন অসহায় লোকদের ঈদের সাজে সাজিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সংঘ। ২৭ মার্চ বৃহস্পতিবার ২০২৫ নগরীর হালিশহর থানাধীন একটি ক্লাবে এতিম মাদ্রসার ছাত্র এবং অত্র এলাকার অসহায়দের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়।
ঈদের পোষাক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী জিয়া উদ্দীন সোহেল, উপদেষ্টা মাও:নাজিম উদ্দীন ,উপদেষ্টা ইঞ্জি:আবু তাহের, প্রতিষ্টাকালীন সভাপতি খাদেমুল ইসলাম,সাবেক সভাপতি হাসান রোবেল, বিওডি চেয়ারম্যান কাজি শরিফুল হাসান ফরহাদ, সভাপতি সাইফুল ইসলাম রাহাদ,সহ-সভাপতি শরিফুল ইসলাম,সেক্রেটারী আব্দুল মোতালেব,জয়েন্ট সেক্রেটারি সাজ্জাতুল মাওলা শান্ত,সাংগঠনিক সম্পাদক রাতুল রুমি,সদস্য ইমদাদ সৌরভ ,হাসান,রোমান,রিয়াদ,সাজ্জাদ।
উল্লেখ্য ২০১৪ সালে সংগঠনের সাবেক সভাপতি হাসান রোবেল সহ কিছু স্বেচ্ছাসেবী মনস্ক তরুণের হাত ধরেই প্রতিষ্ঠা হয় আলোকিত সংঘ। প্রতিষ্ঠার পর থেকেই মুমুর্ষ রোগীর জন্য রক্ত সরবরাহ ছাড়া পুরো রমজান মাসে ইফতার,সেহেরি বিতরণ ,ঈদ সামগ্রী বিতরণ সহ প্রতিবছরই ঈদের সময় এমন ব্যাতিক্রমধর্মী প্রোগ্রাম করে আসছে সংগঠনটি। এই ব্যাতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি খাদেমুল ইসলাম বলেন এই বাচ্চারা সবাই এতিম এবং অসহায় এরা হয়তোবা ঈদে নতুন পোশাক পরতে পারবে না তাই আমাদের এই ব্যাতিক্রম আয়োজন। এছাড়া সংগঠনটি উক্ত মাদ্রাসায় ছাত্রদের ভবিষ্যত যে কোন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি। রক্তদানের পাশাপাশি বৃক্ষ রোপন,শিক্ষা সামগ্রী বিতরন,অসহায় ছাত্রদের পড়ালেখার দায়িত্ব নেওয়া,শীত বস্ত্র বিতরণ ,অসহায় রুগীর চিকিৎসা দায়িত্ব নেওয়া,গরিব অসচ্ছল পরিবারের বাজার সামগ্রী বিতরণ সহ চট্টগ্রামে সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম করে আসছে আলোকিত সংঘ। অনুষ্ঠানে সম্মানিত অতিথীগণ সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনগুলোতে সংগঠনের পাশে থাকবেন বলেন।