ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

চট্টগ্রাম প্রতিনিধি : চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ, ঘনিয়ে আসছে ঈদ। জমে উঠেছে চট্টগ্রাম মহানগরীর প্রায় সব শপিং মল ও বিপণি কেন্দ্র। প্রতিদিনই মার্কেটগুলোতে ভিড় বাড়ছে।

কদিন আগেও যেখানে ছিল দেখাদেখি এবং দর যাচাই, সেখানে এখন শুরু হয়ে গেছে বিক্রি। এ সপ্তাহের শেষ নাগাদ ঈদ বাজার জমজমাট রূপ ধারণ করবে, এমনই আশা করছেন ব্যবসায়ীরা। বন্দর নগরী চট্টগ্রামে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, টেরিবাজার ও জিইসি কেন্দ্রিক ছিল এক সময়কার ঈদবাজার। কিন্তু এখন সে বাজার ছড়িয়ে-ছিটিয়ে আছে নগরজুড়ে।
অসংখ্য মার্কেট গড়ে উঠেছে বিভিন্ন এলাকায়। ফলে সাধারণ মানুষকে এখন আর দূর-দূরান্তে যেতে হয়না। হাতের কাছেই মার্কেট, কেনাকাটা শেষ করা যাচ্ছে নিকটবর্তী বিপণি কেন্দ্র থেকে। তবে মার্কে টসংখ্যা বেড়েছে বলেই বিক্রিতে কমতি, এমননয়। বরং প্রতিটি মার্কেটই ঈদ সামনে রেখে এখন উৎসবমুখর। ঈদের আর বেশি দেরি নেই। ফলে শাড়ি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামা, জুতা, স্যান্ডেলসহ সব ধরনের পোশাক পরিচ্ছদ বিক্রি শুরু হয়ে গেছে। সকাল থেকেই চলছে বেচাবিক্রি। তবে ইফতারের পর যেন দম ফেলার অবস্থা নেই ব্যবসায়ীদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular