ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষচট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর ফ্যাসিবাদ চলবে না। জাতীয় ঐক্য গড়ে সরকারকে বিদায় জানাতে হবে। শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এখানে সমাবেশ করছি, আরেকটি হচ্ছে ঢাকায়। একটাই কথা—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ১৮ কোটি মানুষ তাদের চায় না। তারা দেশে বাকশাল কায়েম করেছে। অথচ বহুদলীয় গণতন্ত্র ফিরিয়েছিলেন জিয়াউর রহমান, সংবাদপত্রের স্বাধীনতা ফিরেছিল তার হাত ধরেই। গার্মেন্টস শিল্পের ভিত্তিও তার সময়েই স্থাপিত। কেয়ারটেকার ব্যবস্থা এনেছিলেন খালেদা জিয়া।”

তারুণ্যের উদ্দেশে তিনি বলেন, “তোমরা পরিবর্তন চাও, শান্তি চাও, শিক্ষা চাও, গণতন্ত্র চাও—তবে রাজপথে নামতে হবে। অধিকার কেবল আদায়ে পাওয়া যায়। তরুণদের জেগে উঠতে হবে ষড়যন্ত্র মোকাবেলায়।”

তারেক রহমান প্রসঙ্গে ফখরুল বলেন, “তিনি আধুনিক বাংলাদেশ গড়তে চান। বলেছেন, ফয়সালা হবে রাজপথে—আজ সে লড়াই শুরু হয়ে গেছে।”

মির্জা ফখরুল শহীদ ওয়াসিমকে স্মরণ করে বলেন, “তার রক্তের বিনিময়ে এসেছে নতুন প্রতিরোধ। তাকে ইতিহাসে স্থান দিতে হবে, পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।”

সমাবেশস্থলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসেন। পলোগ্রাউন্ড ছাড়াও টাইগারপাস মোড়েও জড়ো হন অনেক সমর্থক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ছাত্রদলের নাসির উদ্দিন নাসির, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী ও ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব।

মহানগর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular