চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের প্রায় পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র মজলিস চবি শাখা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয় সংগঠনটি।
উদ্বোধনী বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশে শাখা ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, ‘ আপনারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাই আপনাদের সাফল্যকে সম্মান জানাতেই ছাত্র মজলিস সংবর্ধনার আয়োজন করেছে। আমরা আশা করি আপনারা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন এবং দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা রাখবেন। ‘
ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন, ‘ ইসলামি ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও জাতীয় সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে ইসলামি ছাত্র মজলিস। ‘
ছাত্র মজলিস চবি শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, বিশেষ অতিথি ছিলেন ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবুল আফফান মোহাম্মদ ওসমান এবং আমন্ত্রিত অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সংগঠক সাব্বির হোসেন রিয়াদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।