চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিনারের উদ্যোগে প্রোডাক্টিভ রমাদান ২০২৫ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইসলামিক সেমিনার অব আমেরিকার ডীন ড.ইয়াসির ক্বাদী।
সিম্পোজিয়ামে ড. ইয়াসির ক্বাদি তার ইংরেজি বক্তব্যে বলেন, ‘ গতবছর প্রতিটি রমাদান এবং ইফতার মাহফিলে হামলা করা হয়েছিল। মুসলিম দেশে এমন হামলার কথা শুনে আমি অবাক হয়েছি। এ বছর কোনো বাধা ছাড়াই প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠান হচ্ছে। পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে তার জন্য শুকরিয়া।
তিনি ইসলামের প্রতি দৃঢ় থাকার উপদেশ দিয়ে বলেন, ‘ ইসলাম হচ্ছে দুনিয়া ও পরকালের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন। ইসলাম পালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। সব অবস্থাতেই ইসলামকে আঁকড়ে ধরে থাকতে হবে। মুমিন ব্যক্তি সকল কাজ একমাত্র আল্লাহর।তার কোনো পরাজয় নেই।
এছাড়াও তিনি তাঁর বক্তব্যে সিয়াম, সিরাত, মুসলিম উম্মাহর ঐক্য এবং বাংলাদেশের সম্ভাবনার দিক নিয়ে কথা বলেন। বক্তব্য শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।