ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচবিতে মাদকসহ ৩ শিক্ষার্থী আটক

চবিতে মাদকসহ ৩ শিক্ষার্থী আটক

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা ও দেশীয় মদসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে পুরাতন কলা ভবনের ক্যান্টিন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুর মোহাম্মদ ইমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান ও সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন।

জানা যায়, তাদের কাছ থেকে ১ লিটারের মতো দেশীয় মদ এবং গাঁজার বড় ধরনের চালান উদ্ধার করা হয়। এ সময় রিমন আটক হওয়ার আগেই দেয়াল টপকে পালিয়ে যায়। বাকি দুইজনকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, ‘ রাত সাড়ে আটটার দিকে প্রক্টরিয়াল বডির টহলের সময় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ক্যান্টিন থেকে দুজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা এসময় তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। তাদের কাছ থেকে প্রায় ১লিটারের মতো বাংলা মদ এবং গাঁজার বড় ধরনের চালান জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে তিনজন শিক্ষার্থী ছিল। আরেকজন শিক্ষার্থী ধরার আগেই পালিয়ে যায়। আর দু’জনকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular