চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদষভুক্ত ‘ বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৯ জন শিক্ষার্থী।
শনিবার (৮ মার্চ) দুপুর ১২ টা থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে এবং ১ টা পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ বি ইউনিটের ‘ ভর্তি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ‘ বি ইউনিটে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৩ হাজার ১২১ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৯ জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর মধ্য থেকে ২১ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন।
এ বিষয় জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডীন অধ্যাপক ইকবাল শাহিন খান বলেন, ‘ প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীরা তিনটি বিভাগের কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ এবং প্রক্টরিয়াল বডি কাজ করছে। ‘