ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহচরআলগী ইউনিয়ন পরিষদ স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

চরআলগী ইউনিয়ন পরিষদ স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ   ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহণ করে। এসময় এলাকাবাসী তাদের বক্তব্যে চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় নিজস্ব জায়গা থেকে ভাড়াটিয়া জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ইউনিয়নের কিছু অসাধু লোকজন নিজ স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্র করছে। এতে করে চরআলগী ইউনিয়নের হাজার হাজার মানুষের ভোগান্তি বাড়বে।

বর্তমানে স্থানে নিজস্ব ভবনে ইউনিয়ন পরিষদ কার্যালয় বহালের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ প্রশাসকের কাছে জনদুর্ভোগ লাগবে সমস্যা সমাধানের জোর দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘নিয়ম অনুযায়ী পরিষদের কার্যক্রম নিজস্ব কার্যালয় থেকে পরিচালিত হবে। ব্যক্তিগত সুবিধার জন্য চেয়ারম্যান তার নিজস্ব কার্যালয় ব্যবহার করলেও প্রশাসনিকভাবে বিষয়টি অনুমোদিত না।মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন আবুল হাসেম, হামিজউদ্দিন, স্বপ্না বেগম, জোস্না আরা, রিফাত হোসেন প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular