ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাচলতি ২০২৫ সালের বই বিতরণ উৎসব পালিত

চলতি ২০২৫ সালের বই বিতরণ উৎসব পালিত

নিউজ ডেস্ক : সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আজ ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর তামিরুল মিল্লাত মাদরাসায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী স্যার।

নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা খুবই আনন্দিত। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান আল মাদানী এবং তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ। তাদের দিকনির্দেশনা ও মূল্যবান বক্তব্য ছাত্র ছাত্রী অভিভাবক সকলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হয়।

দ্বিতীয় শ্রেণীর তাসবিহা’সহ এই আয়োজনে সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বই গ্রহণের আনন্দ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি হবে বলে শিক্ষকদের প্রত্যাশা। তারা আশা করেন, নতুন বছরের এই পাঠ্যপুস্তক তাদের শিক্ষার পথচলাকে আরও সফল করবে।

তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular