ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহচাঁদাবাজির অভিযোগে ভালুকা যুবদল নেতাকে শোকজ

চাঁদাবাজির অভিযোগে ভালুকা যুবদল নেতাকে শোকজ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেলকে চাঁদাবাজি’র অভিযোগে শোকজ করা হয়েছে।  তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। তবে অপরদিকে চাঁদা দাবির অভিযোগটি ভুয়া বলে দাবি করেছেন তিনি। 

জানা গেছে, অভিযোগপত্রে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি. এর নাম এবং ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার আরাফাত বলেন, এই ধরনের ঘটনা সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই। অভিযোগে সম্পর্কে আমি শুনছি কিন্তু থানা থেকে আমার সাথে কেউ যোগযোগ করেনি। এছাড়া চাঁদা চাওয়ার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ চাঁদা চায়নি।

উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারি রাসেলের চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে ভালুকা থানায় অভিযোগ করেন মোশাররফ হোসেন বাহার নামে এক ব্যক্তি। অথচ অভিযোগপত্রে অভিযোগকারীরও মোবাইল নম্বর ও এনআইডি নম্বর উল্লেখ নেই। এমনকি কোনো তদন্তকারী কর্মকর্তার নাম বা নম্বর দেয়া নেই। এক সপ্তাহের আগে থানায় অভিযোগ দিলেও কোনো তদন্তকারী কর্মকর্তা রাসেলের সঙ্গে যোগাযোগ করেনি। এমন কি অভিযোগে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি.-এর নাম এবং ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করা হয়েছে সে বিষয়ে ওই কোম্পানির ইঞ্জিনিয়ার জানেন না। অথচ এই ভুয়া অভিযোগের প্রেক্ষিতে গত ২৫শে জানুয়ারি রাসেলকে শোকজ করা হয় কেন্দ্র থেকে।

চাঁদা দাবির অভিযোগটি ভুয়া দাবি করে ভালুকা যুবদলের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান রাসেল বলেন, ভরাডোবা গ্রামের মৃত হোসেন সরকারের ছেলে মো. মোশাররফ হোসেন বাহার (৫০) ও মো. মোস্তাফিজ (৪৫) সাবেক এমপির ঘনিষ্ঠ আত্মীয়। তারা দীর্ঘদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করে আসছেন। গত ২১শে জানুয়ারি আমি তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছি।

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। থানায় যে অভিযোগের কথা বলা হচ্ছে, এটা ভুয়া। আমার সঙ্গে থানা থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা যোগাযোগ করেনি। বিষয়টি আমি কেন্দ্রের দায়িত্বশীল নেতাদের জানিয়েছি।

রাসেলের সঙ্গে বাহারের কথোপকথনের একটি অডিও প্রতিবেদকের হাতে রয়েছে। অডিওতে শোনা যায়, অভিযোগকারী বাহার বলছেন, এই জিডি তিনি করেননি এবং চাঁদাবাজির বিষয়ে তিনি কিছুই জানেন না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামছুল হুদা খান বলেন, যে কেউ অভিযোগ/জিডি করতে পারেন। জিডিতে অবশ্যই নম্বর থাকবে। অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। ওই (২০ জানুয়ারি) তারিখে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে ফাইল দেখে বলতে পারবো। তিনি বলেন, আসলে এটা রাজনৈতিক বিষয় আছে, এটা নিয়ে কথা না বলাই ভালো।

এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, রাসেলের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করেছি। এখন তদন্তে যদি অভিযোগ ভুয়া প্রমাণিত হয় তাহলে তা প্রত্যাহার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular