চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সংবিধান রিভিউ কমিটির আয়োজনে চাকসু সংবিধান যুগোপযোগী করার লক্ষ্যে নির্বাচনে অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)অধ্যাপক ড.কামাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীর পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আলাউদ্দিন মজুমদার এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, রিভিউ কমিটির অন্যান্য সদসবৃন্দ এবং রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।