ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাচারুকলা মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

চারুকলা মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, চারুকলা ক্যাম্পাসে চাই’, ‘শিক্ষকদের টালবাহানা, মানি না মানব না’, ‘চারুকলার সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চবিয়ানদের ডিসিশন, চারুকলা ক্যাম্পাসে চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এপ্রিলের আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দিলেও এখনো বাস্তবায়ন করতে পারেনি।

চারুকলা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চারুকলা ক্যাম্পাসে নিয়ে আসার আন্দোলন করছি। এর মাঝে অনেক প্রশাসন পরিবর্তন হলেও তারা শুধু আশ্বাসই দিয়ে গেছে, কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এখানে মূলত চারুকলা ইনস্টিটিউটের যে আওয়ামী শিক্ষকরা আছেন তারা আমাদের ক্যাম্পাসে ফিরতে বাধা দিচ্ছেন। ‘

চারুকলা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি খুবই আন্তরিক। তারা চায় চারুকলা ক্যাম্পাসে ফিরে আসুক। কিন্তু আমাদের ইনস্টিটিউটের কিছু আওয়ামী শিক্ষক এখানে বাধা দিচ্ছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে চারুকলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যাবর্তন চাই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular