ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিচার দিনের নারী উদ্যোক্তা মেলা শুরু

চার দিনের নারী উদ্যোক্তা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) থেকে চারদিন ব্যাপী ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা শুরু হচ্ছে। চলবে আগামী রোববার পর্যন্ত। 

রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এই প্রথম বারের মতো এই মেলার আয়োজন করেছে। 

কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব ব্যাংক কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন করে ওইসব ব্যাংক মেলায় অংশ নেবে। পাশাপাশি এসএমই খাতের নারী উদ্যোক্তদারাও মেলায় তাদের উৎপাদিন পণ্য নিয়ে অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হবে। 

মেলায় একাধিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে নারী উদ্যোক্তা ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে আলোচনা করা হবে। নতুন উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো সমাধানেরও পদক্ষেপ নেওয়া হবে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular