নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ১১ জনের শরীরে জিকা ভাইরাস এবং ৬৭ জনের চিকুনগুনিয়া ভাইরাস শনাক্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ কথা জানান।
তিনি বলেন, চলতি বছর চিকনগুনিয়ায় ৬৭ জন এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন। জিকা ও চিকুনগুনিয়া আক্রান্তের অধিকাংশ ঢাকার অধিবাসী।
তিনি জানান, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি হয়েছে। ২০ থেকে ৪০ বছর বয়সীরা বেশি মারা যাচ্ছে ঢাকায়। চট্টগ্রামে শিশু ও বৃদ্ধ মৃত্যুহার বেশি।
ডেঙ্গু ভাইরাস শনাক্ত করতে নিয়ে এই দুটি ভাইরাসের রোগী মিলেছে। জিকা ও চিকনগুনিয়ায় মৃত্যুহার কম। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।