ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসচিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি:   নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে প্রায় দুই শতাধিক অসহায় দারিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সারাদেশে শীতবস্ত্র উপহার কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ১১টার সময় পঞ্চগড় পৌর শহরের বানিয়াপাড়া এলাকায় অবস্থিত মেবিক স্কুল ও কলেজ ক্যাম্পাসে উপহার হিসেবে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের বগুড়া অঞ্চলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, স্কুল শিক্ষক আতাউর রহমান ও প্রতিষ্ঠানের প্রধান লাবিব সরকারসহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিসচা পক্ষ থেকে জানানো হয়, নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিজের জন্মদিন ঘটা করে পালন না করে সমাজের অবহেলিত, অসসহায় ও শীর্তাত মানুষের উপহার হিসেবে কম্বল পাঠিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular