ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচুরি করে পালানোর সময় পুলিশের ওপর হামলা, আটক ৪

চুরি করে পালানোর সময় পুলিশের ওপর হামলা, আটক ৪

নিউজ ডেস্ক:  চোর চক্রের সদস্যরা গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল, এমন খবরে তাদের ধরতে পিছু নেয় পুলিশ। বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় চোর চক্রের সদস্যরা। এতে হামলায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) দেহরক্ষীসহ দুজন আহত হয়েছেন। তবে ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়িটিও।

বৃহস্পতিবার শেষরাতে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-হোসেনপুর সড়কের সিংরইল এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাঝরাতে নান্দাইল মডেল থানার পুলিশের একটি দল টহলে ছিল। এসময় খবর আসে নান্দাইল- হোসেনপুর সড়কে হয়ে চোরচক্রের সদস্যরা পিকআপভ্যানে চুরি করা গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে পুলিশ পিছু নেয়।

বিষয়টি চোর চক্রের সদস্যরা বুঝতে পেরে পুলিশে ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করে। এসময় পুলিশ পিকআপভ্যান সহ চোর চক্রের চার সদস্যকে আটক করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবা মাঝরাতে রাতে একদল পুলিশ নিয়ে টহলে ছিলাম। এ সময় খবর পাই নান্দাইল-হোসেনপুর সড়ক দিয়ে চোরাই গরু নিয়ে একটি পিকআপ কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছে। এ খবরে আমরা ওই পিকআপের পিছু নেই। বিষয়টি চোর চক্রের সদস্যরা বুঝতে পেরে আমার ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করে। এসময় আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার দেহরক্ষী রামদার আঘাতে আহত হয়েছে। এছাড়াও তারা রামদা দিয়ে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত করেছে। তবে ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছেন। এ ঘটনায় তারা জড়িত কিনা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular