ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাচ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সৈকত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর পাকিস্তানের মাঠে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক কোনো টুর্নামেন্ট। সবশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সহ আয়োজক ছিল পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১৫ জনের সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

পাকিস্তান ও দুবাইতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য সৈকতসহ ১২ জন আম্পায়ারের নাম প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপসহ আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতভাবেই আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সৈকত। নিজের আম্পায়ারিং ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৈকত।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করা একমাত্র আম্পায়ার হিসেবে এই টুর্নামেন্টেও থাকছেন রিচার্ড ক্যাটেলবরো। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন তিনজন।

আইসিসির আম্পায়ার ও ম্যাচ রেফারি বিষয়ক সিনিয়র ম্যানেজার শন ইজি বলছেন, সেরা আম্পায়রদেরই বেছে নিয়েছেন তারা, ‘আমরা চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের জন্য সেরা আম্পায়ারদেরই বেছে নিয়েছি। তারা দারুণভাবে টুর্নামেন্টের সবকিছু সামলাবে, এটাই আশা করছি। তাদের স্মরণীয় একটা টুর্নামেন্ট কাটুক, এমনটাই প্রত্যাশা।’

আম্পায়ারের তালিকা– কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফেনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবরো, আহসান রেজা, পল রাইফেল, শরফুদ্দৌলা সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন।

ম্যাচ রেফারির তালিকা– ডেভিড বুন, রঞ্জন মাডুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular