ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাছয়মাসে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে : মান্না

ছয়মাসে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে : মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ আরও অনেকক দূর এগিয়ে যেতে পারতো কিন্তু ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছেঠ।

জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির সুযোগ হয়নি। খুন, ডাকাতি, রাহাজানি, লুটপাট বেড়েছে এও বলেন তিনি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ছয় মাসে জনগণের জীবন যাপনের কোনো পরিবর্তন হয়নি। এত বড় মানুষ, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য জনগণের মধ্যে, জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃত দিয়েছে তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেননি।

মান্না আরও বলেন, আন্দোলনে স্লোগান ছিলো নতুন বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে আমরা কি সেই দেশ করতে পারছি। আমরা কি সেই দিকে যাচ্ছি। সবাই বলেছেন যদি সংস্কার করতে না পারি, বদলাতে না পরি তাহলে তা উন্নত দেশ হতে পারবে না। ১/১১ এর সময় ড. ইউনূসকে বলা হয়েছিল আপনি ক্ষমতা নেন। সামরিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল। কিন্তু উনি বলেছিলেন মাত্র তিন মাসে আমি ভালো কিছু করতে পারবো না। তাই দায়িত্ব নেব না। কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করলো আর উনি ক্ষমতা নিলেন। তারা আশা করেছে তিনি সংস্কার করবেন। আমরাও যে দলেরই হই, যে মতেরই হই, ছোট-বড় সবাই তাকে অকুণ্ঠভাবে সমর্থন করেছি।

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, ছয় মাস চলে গেছে কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? প্রশাসন কি সংস্কার হয়েছে? ঘুষ ছাড়া কী কাজ হচ্ছে? এসব কিছুই বন্ধ হয়নি। আমি বলছি না ছয় মাসে সব বদলে দেওয়া যায়। কিন্তু আমি বলবো ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ আরও অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular