ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী আলম জানিয়েছেন, ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না। তিনি বলেছেন, সড়ক বন্ধ করে আন্দোলন করার চেয়ে একটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করা ভালো। সব কিছুর জন্য কেনো আন্দোলন করতে হবে?

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যা নিরসন করতে পারে। ছাত্রদের প্রতিনিধিরাও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে। ছাত্ররা যেন রাস্তায় না নামে সেটা অনুরোধ করছি। সরকার ছাত্রদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা যাবে না।

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওড়ের বাঁধ ভেঙে যেন ফসলের কোন ক্ষতি না হয় সেটা দেখতে এসেছি। হাওড়ের পরিবেশ প্রকৃতি রক্ষা করে পর্যটন শিল্পের বিকাশ করতে হবে। হাওড়ের পানি না কমলে বাঁধের কাজ শুরু করা যাবে না। প্রকল্প বাস্তবায়ন নীতিমালা তো প্রকৃতি মেনে চলে না। এখনও হাওড়ে অনেক পানি রয়েছে। তাই দ্রুত বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না।

এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা মাটিয়ান ও টাংগুয়ার হাওড়ের বাঁধ পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular