ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি : ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। তারপর সোহরাওয়ার্দী মোড়, আলাওল ও এ.এফ রহমান হল, পরিবহন দপ্তর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রহমান বলেন, ‘ আমাদের অসংখ্য ভাইবোনকে শহীদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মসূচী ঘোষণা দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই তোমরা আসো, তোমাদের বিচার করতে এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ দেশে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না। ‘

সমাবেশে সহ-সমম্বয়ক হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘ ডিসেম্বরে বাশার আল আসাদ পালানোর পর ৩৫ জনকে তাঁরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বিগত ৬ মাসে বর্তমান সরকার কোনো বিচার করে নাই। এরজন্য আমরা রক্ত দিইনি। যদি সন্ত্রাসীদের বিচার করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন আমরা বিপ্লবী সরকার গঠন করব। আমরা ছাত্রলীগের মোকাবেলা করার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলে প্রস্তুত। স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামীলীগ ফ্যাসিবাদের কোনো নাম নিশানা থাকতে পারে না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular