ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনছায়ানটের নৃত্য উৎসবে প্রমা অবন্তী'র মনোমুগ্ধকর ওড়িশি নৃত্য পরিবেশন

ছায়ানটের নৃত্য উৎসবে প্রমা অবন্তী’র মনোমুগ্ধকর ওড়িশি নৃত্য পরিবেশন

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট আয়োজিত নৃত্য উৎসব-১৪৩১ এ ওড়িশি নৃত্য পরিবেশন করেন ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার ছায়ানট মিলনায়তনে এ রাগেশ্রী পল্লবী আশ্রিত ওড়িশি নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে দীক্ষিত ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী।

রাগেশ্রী পল্লবী ওড়িশী নৃত্যের এক অনন্য রচনা, যেখানে সৌন্দর্য, গতি ও শৃঙ্গার একসূত্রে গাঁথা। এই নৃত্যরূপটি মূলত একতালীর ওপর ভিত্তি করে গড়ে ওঠে, যেখানে রাগ রাগেশ্রীর মোহময়ী সুরের সঙ্গে নৃত্যের প্রতিটি ভঙ্গি মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব আবহ।

পদ্মশ্রী গুরু গঙ্গাধর প্রধান ও গুরু রামাহারি দাসের সৃজনশীল নৃত্যনির্মাণে রাগেশ্রী পল্লবী হয়ে ওঠে এক আবেগময় উপস্থাপনা, যেখানে নৃত্যশিল্পী প্রতিটি অঙ্গভঙ্গি ও অভিব্যক্তির মাধ্যমে সংগীতের অন্তর্নিহিত সৌন্দর্যকে প্রকাশ করেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ছায়ানট শাস্ত্রীয় নৃত্য উৎসব আয়োজন করেন। ওড়িশি নৃত্যের পাশাপাশি মণিপুরি, ভরতনাট্যম্, গৌড়ীয় ও কত্থক নৃত্যেও পরিবেশিত হয়।

ছায়ানট প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে। সংগঠনটি রাজধানীতে বাংলা বর্ষবরণের আনুষ্ঠানিকতার পথপ্রদর্শকও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular