নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। দলটি লুটপাট করছে, গুম-খুন করছে, নোংরামি করছে। জীবনে কখনো নির্বাচন করে ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, এটা তারা করার চেষ্টা করে নাই। বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জনগণকে জিম্মি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করেছে। ছাত্র-ছাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। জিম্মি করে তারা লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।
বুধবার লক্ষিপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন।সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. হানিফ।
এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এ্যানি।