ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজনসমাগম বাড়াতে সরকারী গাড়ী ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ

জনসমাগম বাড়াতে সরকারী গাড়ী ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশ

নিউজ ডেস্ক: রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার মাধ্যমে শুক্রবার আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বাধীন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। তবে সেই জনসমাগম নিয়েই প্রশ্ন উঠেছে।

ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ করে আসছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিসহ অনেকে। দলটির (বিএনপি) অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে ছাত্রদের এই রাজনৈতিক দল। এবার সেই দাবি আরও জোরাল হলো ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে।

সাংবাদিক ড. কনক সরওয়ার এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও নতুন রাজনৈতিক দলের ওপর গুরুতর অভিযোগ এনেছেন। এক্ষেত্রে তার সেই অভিযোগ যে মিথ্যা নয় তার প্রমাণও তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা গেছে, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে পিরোজপুর জেলা প্রশাসক ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন। বাসগুলো জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে একদিনের জন্য। যাতে করে পিরোজপুর থেকে বাসে করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেন দলটির নেতাকর্মীরা।

এ ব্যাপারে কনক সরওয়ার তার ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম- জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন?!

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলাপ্রশাসনের একটি সরকারি আদেশ (সংযুক্ত) থেকে জানা যায় পুলিশকে ৫টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে দেশের প্রায় ২৬টি জেলা থেকেই এ ব্যবস্থা করা হয়েছে?!

তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব্যয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো?

ড. ইউনুস কি বিষয়টি জানেন?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular